করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জ্যেষ্ঠ নিরাপত্তারক্ষী সাদ মিয়া মারা গেছেন।
Advertisement
শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর যোগীপাড়ায় নিজ বাসায় মারা যান তিনি।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিরাপত্তাকর্মী হারিস আলী তার মৃত্যুর বিষয়টি করে জানান, শুক্রবার বাদ এশা জানাজা শেষে মরহুম সাদ মিয়াকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে আর তিন মেয়ে রেখে গেছেন।
Advertisement
সাদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাবিপ্রবি কর্মকর্তা সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
মোয়াজ্জেম আফরান/এসআর/এএসএম