দেশজুড়ে

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মুকুট করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিকদার হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পজিটিভ আসার পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তার ব্যক্তিগত সহকারী পাবেল আহমেদ বলেন, তিনি গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তিনি করোনা পরীক্ষা করান। আজ তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে চিকিৎসকরা যদি পরামর্শ দেন তাহলে তিনি বাসায় আইসোলেশনে থাকবেন। সামান্য কাশি ছাড়া তার বড় ধরনের কোনো সমস্যা নেই। তিনি সুনামগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

লিপসন আহমেদ/এআরএ/এএসএম

Advertisement