দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত দেশের আট বিভাগে সর্বমোট ১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়। শুরু থেকে এখন পর্যন্ত দেশের আট বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যেও এ তিন বিভাগেই বেশি প্রাণহানি ঘটেছে।
Advertisement
এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১৭ হাজার ৪৬৫ জন। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে আট হাজার ৪৫১ জনের (৪৮ দশমিক ৩৯শতাংশ) মৃত্যু হয়েছে। অপরদিকে সবচেয়ে কম রোগী মারা গেছেন ময়মনসিংহ বিভাগে মাত্র ৯৭ জন (২ দশমিক ৪৩ শতাংশ)।
এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিন হাজার ১৮৪ জন (১৮ দশমিক ২৩ শতাংশ), খুলনায় দুই হাজার ৯৯ জন (১২ দশমিক শূন্য দুই শতাংশ), রাজশাহীতে এক হাজার ৩৫০ জন (সাত দশমিক ৭৩ শতাংশ), বরিশালে ৫২০ জন (দুই দশমিক ৯৮ শতাংশ), সিলেটে ৬১৮ জন (তিন দশমিক ৫৪ শতাংশ) এবং রংপুর বিভাগে ৮১৮ জনের (দুই দশমিক ৪৩ শতাংশ) মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রামে ৩৬ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে আটজন, সিলেটে নয়জন, রংপুরে ছয়জন এবং ময়মনসিংহ বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে।
Advertisement
এমইউ/এআরএ/জেআইএম