কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৪৭৬ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ।
Advertisement
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে এক হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৭১ জন। এদের মধ্যে ১৪৬ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকি ৩৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরও জানান, একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মুরাদনগরে তিনজন, বরুড়ায় দুইজন এবং কুমিল্লা সিটি করপোরেশন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে রয়েছেন।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম