জাতীয়

টিকিট ফেরত নিচ্ছে গোল্ডেন লাইন, বিপাকে যাত্রীরা

অগ্রিম বিক্রি করা পিরোজপুরগামী একটি বাসের টিকিট ফেরত নিচ্ছে গোল্ডেন লাইন পরিবহন। ওই বাসটি শুক্রবার (১৬ জুলাই) রাত ৯টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে হঠাৎ কাউন্টার থেকে ফোন করে জানানো হয়- ‘বাস যাবে না’।

Advertisement

বাধ্য হয়ে তাদেরকে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে হয়েছে। তবে হঠাৎ টিকিট ফেরত নেয়ার কারণ জানায়নি গোল্ডেন লাইন কর্তৃপক্ষ। হঠাৎ করে যাত্রা বাতিল হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হাসিব জানান, বৃহস্পতিবার রাতে কাউন্টার থেকে তাকে জানানো হয়- শুক্রবার রাত ৯টা বাস ছাড়বে না। সকালে কাউন্টারে এসে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন।

এদিকে, সকালে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে গিয়ে কাউন্টার মাস্টার ও যাত্রীদের কথা কাটাকাটির দৃশ্য চোখে পড়ে। তাদের মধ্যে একজন মো. মাসুদ। তিনি বলেন, দুই দিন আগে টিকিট নিয়েছি। শুক্রবার রাত ৯টায় যাত্রা করব। হঠাৎ জানানো হচ্ছে- বাস যাবে না। এখন অন্য বাসে টিকিট কীভাবে নেব?

Advertisement

জানতে চাইলে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ হানিফ হোসেন বলেন, ‘আমাদের কিছু করার নেই। মালিক পক্ষ থেকে বলা হয়েছে বাস না ছাড়তে। আমরা যাত্রীদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি।’

কাউন্টার সহকারী সবুজ বলেন, ‘আমাদের বাসে সমস্যা, আটকে আছে। আজকে বাস নাই। আমাদের মালিক যা বলে, তাই করতে হয়। প্রায় সবাইকেই টাকা ফেরত দিয়েছি। আমাদের আর কী করার আছে।’

এদিকে, বাস টার্মিনাল নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে বরিশালে দূরপাল্লাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সেই কারণে টিকিট ফেরত দেয়া হচ্ছে কি-না, তা জানায়নি কাউন্টার মাস্টার ও সহকারীরা।

গাবতলী কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২০ জুলাই পর্যন্ত সব বাসের টিকিট বিক্রি হয়ে গেছে। কোনো সিট খালি নেই। অনেক যাত্রী সকাল থেকে গাবতলী এসে টিকিট না পেয়ে ফেরত যাচ্ছেন।

Advertisement

এসএম/এএএইচ/এএসএম