দেশজুড়ে

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৫৮৪

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৪ জন।

Advertisement

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসোতালে তাদের মৃত্যু হয়। এর আগে গত ৭ ও ১৪ তারিখ একই সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন। এছাড়া ২৪৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সাতজন সিলেট, একজন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জের।

ছামির মাহমুদ/এএইচ/এমএস