করোনায় আক্রান্ত হয়েছেন কিংবদন্তি গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে মারাত্মকভাবে। শরীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রয়েছেন দেশবরেণ্য এ শিল্পী।
Advertisement
এ মুহূর্তে ফকির আলমগীরের জন্য জরুরি প্লাজমা প্রয়োজন। এ পজিটিভ রক্তের প্লাজমা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর।
তিনি বলেন, 'ফকির আলমগীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত। আইসিইউতে আছেন।এই মুহূর্তে জরুরি ভিত্তিতে এ পজিটিভ (A+)প্লাজমা প্রয়োজন। কিন্তু আমরা প্লাজমা খুঁজে পাচ্ছি না। যদি কারো সন্ধানে থাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।'
যারা প্লাজমা দিতে আগ্রহী তাদের ফকির আলমগীরের মেজো ছেলে রাজিবের এই নম্বরে ০১৭২৬৩৬২১৪৭ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Advertisement
এই মূহুর্তে ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে আইসিইউতে ভর্তি রয়েছেন।
এলএ/জিকেএস