নোয়াখালীতে একদিনে আরও ১২১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা আট হাজার ২৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৩৪ শতাংশ।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৫৩৬ জনের পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪১ শতাংশ।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায়। এনিয়ে জেলায় ১৬২ জনের মৃত্যু হলো। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২০ শতাংশ।
শুক্রবার (১৬ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।
Advertisement
তিনি বলেন, জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৯ জন। আক্রান্তের হার ১২ দশমিক ৭৭ শতাংশ। জেলায় মোট আইসোলেশনে আছে পাঁচ হাজার ৫৭ জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছে ৮৫জন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে নোয়াখালী সদরের ৩৭ জন, সূবর্ণচরের চারজন, হাতিয়ার তিনজন, বেগমগঞ্জের ৩৩জন, সোনাইমুড়ির নয়জন, চাটখিলের তিনজন, সেনবাগের ১৭জন, কোম্পানীগঞ্জের ৪১জন ও কবিরহাটের ১৬ জন।
জেলায় সুস্থ হয়েছেন, নোয়াখালী সদরে দুই হাজার ৯৮৭ জন, সূবর্ণচরে ৩৪০ জন, হাতিয়ায় ১২৫ জন, বেগমগঞ্জে এক হাজার ৪৭১ জন, সোনাইমুড়ীতে ৫৩০ জন, চাটখিলে ৪৬৮ জন, সেনবাগে ৫৮২ জন, কোম্পানীগঞ্জে ৯৮৩ জন ও কবিরহাটে ৭৯৪ জন।
উপজেলা ভিত্তিক মৃত্যু হয়েছেন, নোয়াখালী সদরে ৩১ জন, সূবর্ণচরে পাঁচজন, বেগমগঞ্জে ৫৬ জন, সোনাইমুড়িতে নয়জন, চাটখিলে ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে চারজন ও কবিরহাটে ২১জন।
Advertisement
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা, নোয়াখালী সদরে চার হাজার ৯৫৫ জন, সুবর্ণচরে ৫৩২ জন, হাতিয়ায় ২০৯ জন, বেগমগঞ্জে দুই হাজার ৬৪৩ জন, সোনাইমুড়ীতে ৯২৩ জন, চাটখিলে ৬৮৫ জন, সেনবাগে ৭৮৮ জন, কোম্পানীগঞ্জে এক হাজার ৫০৫জন ও কবিরহাটে এক হাজার ২৫৯জন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস