জাতীয়

করোনায় মৃত্যুর প্রায় ৯৮ শতাংশ হাসপাতালে

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ১৭ হাজার ২৭৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃতদের ৯৭ দশমিক ৬২ শতাংশের মৃত্যু হয়েছে হাসপাতালে।

Advertisement

এ ছাড়া বাড়িতে মৃত্যু হয়েছে ২ দশমিক ২৪ শতাংশ এবং শূন্য দশমিক ১২ শতাংশ রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনায় মৃত ১৭ হাজার ২৭৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে সর্বোচ্চ সংখ্যক ১৫ হাজার ৪৭১ জনের (৮৯ দশমিক ৫৪ শতাংশ)। বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০০ জনের (৮ দশমিক ১০ শতাংশ)। বাড়িতে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২০ জনকে।

Advertisement

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার অধিকাংশ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুুস্থ হলেও বেশি শ্বাসকষ্ট ও নানা উপসর্গ থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা কিংবা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন।

এমইউ/ইএ/জিকেএস