জাতীয়

করোনায় মৃতদের ৫৫ শতাংশই ৬০ বছরের বেশি বয়সী

দেশে গত বছরের ১৮ মার্চ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত মোট মৃত ১৭ হাজার ২৭৮ জনের মধ্যে শূন্য থেকে ৯ বছর বয়সী ৫৪ জন, দশোর্ধ্ব ১০৭ জন।

এছাড়া বিশোর্ধ্ব ৩৫৭ জন, ত্রিশোর্ধ্ব ৯৭৭ জন, চল্লিশোর্ধ্ব দুই হাজার ৪৫ জন, পঞ্চাশোর্ধ্ব চার হাজার ১৫৯ জন, ষাটোর্ধ্ব পাঁচ হাজার ৪২৬ জন, সত্তরোর্ধ্ব তিন হাজার নয়জন, আশির্ধ্ব ৯৩২ জন, নব্বইয়ের বেশি বয়সী ১৯১ জন এবং শতবর্ষের বেশি ২১ জন রয়েছেন।

Advertisement

অর্থাৎ শূন্য থেকে ৫৯ বছর পর্যন্ত ৭ হাজার ৬৯৯ জন মারা গেছে। ৬০ থেকে শতবর্ষ বা তার চেয়ে বেশি বয়সী ৯ হাজার ৫৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। শতাংশের হিসাবে মোট মৃত্যুর ৫৫ দশমিক ৪৪ শতাংশ ৬০ বছরের বেশি বয়সী। ৪৪ দশমিক ৫৬ শতাংশ শূন্য থেকে ৫৯ বছর বয়সী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত ২২৬ জনের মধ্যে বয়সের হিসাবে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ছয়জন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ৩৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৯ জন, ষাটোর্ধ্ব ৫০ জন, সত্তরোর্ধ্ব ৪৪ জন, আশির্ধ্ব ২২ জন, নব্বইয়ের বেশি বয়সী তিনজন এবং শতবর্ষের বেশি বয়সী দুইজন রয়েছেন।

এমইউ/এএএইচ/জেআইএম

Advertisement