নির্বাচিত জনপ্রতিনিধিদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
Advertisement
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান (সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) তৃণমুল পর্যায়ে জনগণকে সেবা দিচ্ছে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিয়োজিত সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৭ হাজারের বেশি নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা সামগ্রী ক্রয় ও বিতরণ, কোভিড ১৯ শনাক্তের জন্য নমুনা সংগ্রহ ও পরীক্ষা, হাত ধোয়ার ব্যবস্থা এবং ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।
চিঠিতে আরও বলা হয়, এছাড়াও জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করাসহ এ কাজে সার্বিক সহায়তা দিচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত অনেক জনপ্রতিনিধি এখনও করোনাভাইরাসের ভ্যাকসিন নেননি। সে পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়া প্রয়োজন।
Advertisement
আইএইচআর/এসএস/জিকেএস