দেশজুড়ে

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৫০০

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে ৫০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

Advertisement

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১০৩ জন রয়েছেন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি বরিশালে। এ জেলায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারেও শীর্ষে বরিশাল জেলা। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে ভোলায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। পটুয়াখালীতে ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ১২ শতাংশ।

আর ঝালকাঠিতে ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ শতাংশ। বরগুনা জেলায় ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৪ শতাংশ।

Advertisement

এছাড়া পিরোজপুর জেলায় ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৩ শতাংশ। করোনায় বিভাগে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ তিনজনই ছিলেন পিরোজপুরের বাসিন্দা।

সাইফ আমীন/এসএমএম/জেআইএম