লাইফস্টাইল

ঈদের রেসিপি: বিফ ভেজিটেবল কারি

ঈদে সবার ঘরেই কমবেশি গরু বা খাসির মাংসের বাহারি সব পদ তৈরি করা হয়ে থাকে। তবে গরু বা খাসির মাংস অনেকেরই বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।

Advertisement

বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে কিংবা ডায়াবেটিসে ভুগছেন; তাদের ক্ষেত্রে লাল মাংস খাওয়া ক্ষতিকর। তবে স্বাস্থ্যকরভাবে যদি লাল মাংস রান্না করা যায়, তাহলে মাংস খেয়েও সুস্থ থাকতে পারবেন।

এজন্য বিফ ভেজ রান্না করতে পারে। বিভিন্ন সবজির মিশেলে তৈরি করা হয় এই রেসিপি। যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন, চাইলে তারাও খেতে পারবেন বিশেষ এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

Advertisement

১. কাঁচা পেঁপে মাঝারি আকারের (ফুলকপি, গাজর, মটরশুটি, লাউ ব্যবহার করতে পারেন)২. গরুর মাংস ১ কেজি৩. পেঁয়াজ বড় বড় করে কাটা ৩ কাপ৪. ক্যাপ্সিকাম ১টি বড়৫. আদা বাটা ১ টেবিল-চামচ৬. রসুন বাটা ১ টেবিল-চামচ৭. গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ৮. টমেটো সস ৩ টেবিল-চামচ৯. তেল পরিমাণমতো১০. লবণ স্বাদমতো১১. হলুদ, মরিচ ও জিরার গুঁড়ো ১ চা চামচ করে

পদ্ধতি

প্রথমে গরুর মাংস চওড়া ফালি করে কাটবেন। এরপর পেঁপে ফালি করে কেটে নিন। মাংস সিরকা দিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে নাড়ুন।

হালকা পানি মিশিয়ে হলুদ, মরিচ ও জিরার গুঁড়ো ভালো করে মশলা কষিয়ে নিন। তারপর মশলার মধ্যে মাংস দিতে হবে। এ সময় পরিমাণমতো লবণ মিশিয়ে দিন।

Advertisement

মাংস হালকা সেদ্ধ হলো ফালি করা পেঁপেগুলো দিয়ে দিন। প্রয়োজনে একটু পানি মিশিয়ে দিতে পারেন। মাঝারি আঁচে সেদ্ধ করতে থাকুন মাংস ও পেঁপে।

খেয়াল রাখবেন পেঁপে যেন গলে না যায়। নামানোর ৫ মিনিট আগে পেঁয়াজ টুকরো, ক্যাপসিকাম ও সস দিন। গোলমরিচ দিয়ে নামিয়ে রাখুন। পোলাও ছাড়াও লুচি বা পরটার সঙ্গে খেতে পারবেন বিশেষ এই পদটি।

জেএমএস/জিকেএস