জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের উপস্থাপনায় আলোচিত আড্ডার শো ‘অপিস গ্লোয়িং চেয়ার’। জিটিভিতে প্রচার হওয়া এই আড্ডা পর্বে এবারের অতিথি হিসেবে দেখা যাবে কণ্ঠশিল্পী নাজমুস মুনীরা ন্যান্সিকে। সেখানে আলাপের ছলে জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন ন্যান্সি। বলবেন ব্যক্তি ন্যান্সি থেকে তারকা হয়ে ওঠার গল্প। দর্শকদের জানাবেন বর্তমান ব্যস্ততা ও সংসার জীবনের গল্প। সব মিলিয়ে উঠে আসবে ন্যান্সির অনেক না বলা কথা।সেলিব্রেটি আড্ডানুষ্ঠানটিতে প্রতিষ্ঠিত ও প্রথিতযশা লেখক, রাজনীতিবিদ, অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকাদের মুখোমুখি হন দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম। এরইমধ্যে আসাদুজ্জামান নূর, সমরেশ মজুমদার, কবরী সারোয়ার, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রিয়াজের মতো তারকা উপস্থিত হয়েছেন অপির সাথে আড্ডার জনপ্রিয় এই অনুষ্ঠানে। শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘অপিস গ্লোয়িং চেয়ার’ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।এলএ
Advertisement