এবারের ঈদে দর্শকদের জন্য ১৭টি নাটকের আয়োজন করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। তালিকায় থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীরা। বৈচিত্রময় গল্পের নাটকগুলোর সঙ্গে বিনোদনে ভরপুর ঈদ কাটবে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
Advertisement
সিএমভি নিশ্চিত করেছে, অপূর্ব, মেহজাবীন, আফরান নিশো, তানজিন তিশা, জোভান, সাবিলা নূর, তৌসিফ, সাফা কবির, ফারহান, কেয়া পায়েলসহ টিভি ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের প্রায় সবারই দেখা মিলবে তাদের নির্মিত ১৭টি নাটকে।
এরমধ্যে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন এই সময়ের দুই টিভি সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। তারা দু’জনেই এবার হাজির হয়েছেন বৈচিত্র্যপূর্ণ একাধিক চরিত্রে।
এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এবার আমরা চেষ্টা করেছি সমৃদ্ধ আয়োজন করার। গত কয়েক বছর আমরা এই লক্ষ্যেই কাজ করেছি। এবার সেটি পূর্ণতা পাচ্ছে বৈচিত্র্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করেছি তারকা কাস্টিংয়ের সঙ্গে গল্প ও নির্মাতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে। আমার বিশ্বাস, দর্শকরা ঈদের সাতদিন আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ঈদ মুবারাক।’
Advertisement
প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ঈদ আয়োজনের প্রতিটি গল্পই আলাদা এবং বিশেষ বার্তা রয়েছে।
নাটকগুলোর তালিকায় আছে ‘পান্তাভাতে ঘি’- পরিচালনা বিইউ শুভ। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা। ‘ঘটনা সত্য’- পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য মাইনুল শানু। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
‘আগডুম বাগডুম’- পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর। ‘স্বপ্নের নায়িকা’- পরিচালনা রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য রাসেল আজম। অভিনয়ে তৌসিফ ও পায়েল।
‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’- পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন। ‘যদি কোনোদিন’- পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন। ‘সদা সত্য কথা বলিবো’- পরিচালনা রুবেল হাসান। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।
Advertisement
‘হ্যালো শুনছেন?’- পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা। ‘চুমকি চলেছে...’- পরিচালনা মহিদুল মহিম। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে মেহজাবীন ও খায়রুল বাশার। ‘শনির দশা’- পরিচালনা মহিদুল মহিম। চিত্রনাট্য রাজীব আহমেদ। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
‘রঙিলা ফানুস’- পরিচালনা শিহাব শাহীন। চিত্রনাট্য জান্নাতুল ফেরদৌস লাবণ্য। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর। ‘বিয়ে বিড়ম্বনা’- পরিচালনা শিহাব শাহীন। চিত্রনাট্য ফেরদৌস লাবণ্য। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর। ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’- পরিচালনা রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য মিজানুর রহমান। অভিনয়ে জোভান ও তানজিন তিশা।
‘একমুঠো প্রেম’- পরিচালনা জাকারিয়া সৌখিন। চিত্রনাট্য ফাহিম হাসান। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা। ‘ওয়ান সাইডেড লাভ’- পরিচালনা মাহমুদ মহিম। চিত্রনাট্য মহিম ও ইশতিয়াক। অভিনয়ে জোভান ও পায়েল। ‘ভালোবাসার বটিকাবাব’- পরিচালনা মাহমুদুর রহমান হিমি। চিত্রনাট্য রুম্মান রশীদ খান। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর এবং সর্বশেষ ‘চিলেকোঠার ভালোবাসা’- নির্মাতা রাকেশ বসু। চিত্রনাট্য আফরিন জামান লীনা। অভিনয়ে ঋশি কৌশিক (ভারত) ও সাফা কবির।
সিএমভি জানায়, নাটকগুলো ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এলএ/এমকেএইচ