ক্যাম্পাস

করোনায় রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল বাসার মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম হোসেন জানান, অধ্যাপক আবুল বাসার করোনায় আক্রান্ত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ২০১৫ সালের ৩০ জুন অবসর নেন। শিক্ষকতার পরিচয় ছাড়াও তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

তিনি পরিসংখ্যান বিভাগ থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অব স্টাটিস্টিক্যাল সাইন্সের নির্বাহী সদস্যও ছিলেন।

Advertisement

সালমান শাকিল/এএইচ/এএসএম