বাংলা সিনেমার নন্দিত অভিনেত্রী শবনম। পাকিস্তানে জন্ম নেয়া এই অভিনেত্রী বাংলার ভাষার পাশাপাশি উর্দু সিনেমারও কিংবদন্তি। পাকিস্তানের অনেক রাষ্ট্রীয় স্বীকৃতিও ঘরে তুলেছেন তিনি। দেশটিতে তাকে সম্মান করা হয় সবসময়।
Advertisement
দীর্ঘ সময় পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের কারণে লাহোরে তাঁর অনেক বন্ধুও আছে। আছে চলচিত্রের অনেক সহকর্মী আর পরিচিতজন।
সে জন্যই পাকিস্তানে যাতায়াত করেন শবনম। সম্প্রতি গিয়েছিলেন একটি কাজে। ২৬ জুলাই দেশে ফেরার টিকিট কনফার্ম ছিল। কিন্তু করোনার কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আপাতত দেশে ফিরতে পারছেন না তিনি।
তিনি গণমাধ্যমে জানান, কয়েক মাস আগে পাকিস্তান সফরে যান শবনম। শুরুতে ফয়সালাবাদে এক ভক্তের বাড়িতে ওঠেন। শবনম বলেন, ‘সাজিয়া আমার ভক্ত। ৩০ বছরের বেশি আমাদের যোগাযোগ। কখনো দেখা হয়নি। এবার যখন পাকিস্তানে এলাম, দেখা হলো। তার বাড়িতে মেহমান হিসেবে থেকেছি।
Advertisement
এবার লম্বা সময় লাহোরে থাকার কারণে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। মাঝে করোনা একটু কমেছিল বলেই সম্ভব হয়েছে। এদিকে লাহোরে এখন সংক্রমণও বেড়েছে। ডেলটা ভেরিয়েন্টও পাওয়া যাচ্ছে। তাই কিছুটা আতঙ্কবোধ করছি।’
আবহাওয়াও এখন বেশ গরম। ভাবছিলাম, ঢাকার টিকিট যেহেতু কনফার্ম করা আছে, দেশে চলে যেতে পারব। কিন্তু বাংলাদেশেও করোনা পরিস্থিতি ভালো নয়। তাই পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ আছে। আমিও আটকে গেলাম।’
এলএ/এএসএম
Advertisement