করোনা রোধে পালিত হওয়া ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহে ২৯ লাখ ৯৫ হাজার ৯৫৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
১ জুলাই সকাল ৬টা থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত জেলা শহর ও উপজেলাগুলোতে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা ও উপজেলাগুলোতে ৬৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৩৯৩ মামলায় ২৯ লাখ ৯৫ হাজার ৯৫৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
Advertisement
মঞ্জুরুল ইসলাম/এমএইচআর/এএসএম