দেশজুড়ে

চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। একইসময়ে জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৬টি নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, করোনায় মৃতদের মধ্যে দামুড়হুদায় দুজন, জীবননগরে একজন ও সদর উপজেলায় তিনজন রয়েছেন।

এ নিয়ে করোনায় চুয়াডাঙ্গায় করোনায় মোট ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেলায় ১৩১ জন ও জেলার বাইরে ১৬ জনের মৃত্যু হয়।

Advertisement

এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬৪ জন, আলমডাঙ্গায় ২৫ জন, দামুড়হুদায় ১৭ জন ও জীবননগরে ২৫ জন রয়েছেন।

এছাড়া বর্তমানে জেলায় করোনাভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ৩৩ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৯১৫ জন ও হাসপাতালে রয়েছেন ১১৮ জন। আর এদিন সুস্থ হয়েছেন ৮৭ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫ জনে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৫ জন।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমকেএইচ

Advertisement