নদীর তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় কোরবানির পশুবাহী কয়েকশ ট্রাক আটকা পড়েছে। ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক গরু।
Advertisement
এছাড়া নদী পারাপারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
গরুর মালিক, ব্যবসায়ী ও ট্রাকের চালকরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা তারা সিরিয়ালে আটকে আছেন। এ সময় গরমে অনেক গরু অসুস্থ হয়ে শুয়ে পড়ছে। এ কারণে তারা গরুর মাথায় পানি দিচ্ছেন এবং হাতপাখা দিয়ে বাতাস করছেন।
Advertisement
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত আছে। এতে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ি ও লকডাউন শিথিলে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ায় কিছুটা জট তৈরি হয়েছে। পশুবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। আশা করা যায় দ্রুত এ চাপ কমে যাবে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাট দিয়ে ১৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।
রুবেলুর রহমান/এমএইচআর/এমকেএইচ
Advertisement