কঠোর বিধিনিষেধ শিথিলের পর হাইকোর্টে ভার্চুয়ালি ৩৮ বেঞ্চে বিচার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কার্যক্রম শুরু হয়।
Advertisement
এর আগে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করতে ৩৮ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতির আদেশটি বুধবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে শুধু আগামী ১৫ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।’
Advertisement
এফএইচ/জেডএইচ/এএসএম