করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
এর আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১২ জন। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২১ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৪ জন।
এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ৮৯৪টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৩ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ হাজার ৪৯৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫৬ জন। মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জনে।
Advertisement
নতুন করে শনাক্ত হওয়া ২৭৩ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ১১০ জন, দৌলতপুর উপজেলায় ৪৫ জন, কুমারখালীর ৩৪ জন, ভেড়ামারার ১৯ জন, মিরপুরের ৩৩ জন এবং খোকসা উপজেলার ৩২ জন।
এখন পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ হাজার ২৬১ জনের।
বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৯৪৫ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০১ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৬৪৪ জন।
আল-মামুন সাগর/এমএইচআর/এএসএম
Advertisement