খেলাধুলা

লেভানডভস্কিতে লণ্ডভণ্ড জাগরেব

রবার্ট লেভানডভস্কি। যার আরেক নাম হয়ে গিয়েছিল লণ্ডভণ্ডস্কি। একের পর এক গোল করে প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দেওয়া তার নিয়মিত কাজ। এক কথায় গোলমেশিন। নিজের ধারাবাহিকতা অব্যাহত রাখলেন বুধবার রাতে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষেও। গ্রুপ পর্বের  শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলতে গিয়েছিল জাগরেবের মাঠে। সেখানেই জোড়া গোল করলেন লেভানডভস্কি। তার জোড়া গোলে ২-০ ব্যবধানেই জিতেছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের পর ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে এফ গ্রুপে শীর্ষে থেকেই শেষ ষোল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরেনায় জাগরেবের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেভানডভস্কি। ওই ম্যাচে বায়ার্ন জিতেছিল ৫-০ গোলের বড় ব্যবধানে।খেলার প্রথমার্ধে অবশ্য গোল করতে পারেনি বায়ার্ন। বরং, এই অর্ধে স্বাগতিরাই চেপে ধরেছিল যেন পেপ গার্দিওলার শিষ্যদের। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ছন্দে ফিরে আসে তারা। ধারাবাহিকভাবে চাপ তৈরী করতে থাকে জাগরেবের গোলমুখে। যে কারণে ৬১ থেকে ৬৪- এই তিন মিনিটের ব্যবধানে দু’বার স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন লেভানডভস্কি।৬১ মিনিটে টমাস মুলারের ক্রস থেকে ভেসে আসা বলে অসাধারণ এক হেডে গোল করেন লেভানডভস্কি। খেলার ৬৪ মিনিটেই সেবাস্তিয়ান রোডের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাগরেবের জালে বল জড়ান পোলিস স্ট্রাইকার। তবে ডায়নামো জাগরেবের জন্য দুর্ভাগ্যই বলতে হবে। কারণ, জোড়া গোলের পর একটি শট পোস্টে লেগে ফিরে আসে তাদের।৮৮ মিনিটে টমাস মুলার একটি পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারতো বায়ার্ন মিউনিখের। আরতুরো ভিদালকে বক্সের মধ্যে ফাউল করার কারণে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্পট কিক নিতে এসে সেটি মিস করেন টমাস মুলার।আইএইচএস/পিআর

Advertisement