সিলেটে সম্প্রতি উদ্বেগজনকভাবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় নগরে অতিরিক্ত ৩টি পশুর হাট বসানোর অনুমোদন পেয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এছাড়া নগরের স্থায়ী কাজিরবাজার পশুর হাট বসবে।
Advertisement
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় তিনটি পশুর হাট বসানোর অনুমোদন পাওয়ার কথা জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
তিনি জানান, জেলা প্রশাসন থেকে নগরের মাসিমপুর কয়েদির মাঠ, শাহি ঈদগাহ এলাকার কালাপাথর মাঠ ও দক্ষিণ সুরমার কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের পার্শ্ববর্তী স্থানে পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে।
এর আগে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ৮টি খোলা জায়গায় পশুর হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসনে আবেদন করা হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় ৩টি হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন।
Advertisement
এদিকে ঈদুল আজহাকে উপলক্ষ্য করে সিলেট মহানগরের কিছু খোলা মাঠে অবৈধভাবে পশুর হাট বসানোর তোড়জোড় চলছে। বুধবার নগরের তেমুখি বাইপাস এলাকার শরীফ কমিউনিটি সেন্টারের পাশের মাঠে পশুর হাট বসানোর কাজ শুরু হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, এম এ মইন খান বাবলু নামের এক ব্যক্তি যিনি সিলেটে মেলা বাবলু নামে পরিচিত, তার উদ্যোগেই এখানে হাট বসানোর কাজ শুরু হ।
মাঠে প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত একজন শ্রমিক জানান, গরুর হাট কারা বসাবেন সেটা আমাদের জানা নেই। আমরা ডেকোরেটরের লোক।
তবে সকাল থেকে চলা প্যান্ডেল বসানোর কাজে বুধবার বিকেলে অভিযান চালায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা। অবৈধভাবে গড়ে ওঠা এই পশুর হাটের কার্যক্রম বন্ধ করে দেন পুলিশ সদস্যরা।
Advertisement
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ জানান, সিলেট সদর উপজেলা থেকে কুরবানির পশুর হাট এখনো কাউকে ইজারা দেয়া তো দূরের কথা, এখনো কোনো স্থানই নির্ধারণ করা হয়নি। কয়েকটি স্থানের তালিকা করে জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জেলা প্রশাসন থেকে আসেনি। এরই মধ্যে কেউ বাজার ইজারা পেয়েছেন বলে প্রচার করলে তা সম্পূর্ণ ‘ভুয়া’।
এছাড়া বুধবার বিকেলে তেমুখি বাইপাসের বলাউড়া এলাকায় গড়ে উঠা আরেকটি অবৈধ পশুর হাট ঊচ্ছেদ করে জালালাবাদ থানা পুলিশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৩ জনের। করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৮২টি। সে হিসেবে শনাক্তের হার ৪০ দশমিক ০২ শতাংশ।
ছামির মাহমুদ/এমএইচআর/এমকেএইচ