করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭৬৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৫৫ জনে।
Advertisement
বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৭৬৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৭৪ জন ও উপজেলার ২৯৪ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৭১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এআরএ