আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন জন কেরি

সিরিয়া এবং ইউক্রেন ইস্যুতে শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ জন্য তিনি আগামী সপ্তাহে মস্কো সফর করবেন। সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনের অবকাশে জন কেরি মস্কো সফরের পরিকল্পনার এ কথা জানান। কেরি বলেন, সিরিয়া ও ইউক্রেন সংকট সমাধানের প্রক্রিয়ায় রাশিয়া ইতিবাচক ভূমিকা রেখেছে। ভিয়েনা আলোচনা অনুষ্ঠান এবং তা সফল করার বিষয়ে মস্কোর ভূমিকা স্বীকার করেন তিনি।তিনি আরো বলেন, “আমরা মনে করি রাশিয়াও সেখানে রাজনৈতিক সমাধান চায়।” গত মে মাসে রাশিয়ার সোচি শহরে জন কেরি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে করেছিলেন। এছাড়া, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আন্তর্জাতিক নানা ইস্যুতে বিভিন্ন দেশে তার বৈঠক হয়ে থাকে। চলতি বছরে রাশিয়ায় এটি তার দ্বিতীয় সফর।আরএস/পিআর

Advertisement