লাইফস্টাইল

বাড়িতেই তৈরি করুন দইফুচকা

দইফুচকা রাস্তার খাবার হিসেবে পরিচিত। এমনকি রাস্তার ধুলো-ময়লার মধ্যে দাঁড়িয়ে এই সুস্বাদু খাবার খেতে হয়। যা শরীরের পক্ষে ক্ষতিকর। আর তাই বাড়িতেই তৈরি করুন দইফুচকা। কারণ বাড়িতে বসে খেলে স্বাদও পাওয়া যাবে আর স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন দইফুচকা।উপকরণ ফুচকা- ১০টি দই- ১ কাপ ভুজিয়া- ১ কাপ সিদ্ধ আলু- ১ কাপ কাঁচামরিচ কুচি- ২ চা চামচ ভাজা জিরা ও শুকনো মরিচের মশলা- ১ চা চামচ ধনেপাতা ও পুদিনা চাটনি- ২ টেবিল চামচ তেঁতুল ও খেঁজুরের চাটনি- ১ টেবিল চামচ চাট মশলা- ১ চা চামচ লালমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ কুচানো ধনেপাতা- ১ টেবিল চামচ লবণ- স্বাদমতো প্রণালী সিদ্ধ আলুর খোঁসা ছাড়িয়ে নিন। এতে লবণ, কাঁচামরিচ, ভাজা জিরা ও মরিচের মশলা দিয়ে আলু ভালো করে মাখুন। এবার সার্ভিং প্লেটে ৫টি করে ফুচকা রাখুন। ফুচকার উপরের দিকে ছোট ছোট করে গর্ত করে দিন। এর মধ্যে আলুর পুর ভরুন। সব ফুচকায় আলুর পুর ভরা হয়ে গেলে এর উপর দিয়ে চামচ ভর্তি করে দই দিন। এরপর ধনে ও পুদিনার সবুজ চাটনি একটু করে ছিটিয়ে দিন। একটি চামচে করে তেঁতুল ও খেঁজুরের চাটনিও অল্প ছড়িয়ে দিন। এরপর চাট মশলা ও লালমরিচ গুঁড়া ছড়িয়ে দিন। উপর দিয়ে ভুজিয়া ছড়িয়ে তার উপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।পরিবেশন- ২ জনের জন্য প্রস্তুতির সময়- ১০ মিনিট এসইউ/পিআর

Advertisement