সিলেট নগরের প্রাচীনতম বিদ্যাপীঠ রাজা জিসি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাহিদুল ইসলাম (১৩) ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে মাছিমপুর দোয়েল-১৬ নম্বর বাসার শামীম আহমদের ছেলে।নাহিদুলের বাবা শামীম আহমদ বলেন, গত ৩০ নভেম্বর বিকেল ৪ টায় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আজও বাসায় ফিরেনি নাহিদুল। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় তিনি বাদী হয়ে গত ৫ ডিসেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ নাহিদুল ইসলামের বয়স ১৩ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল লম্বাটে। হারনোর সময় তার পরনে ছিল ছাপা ফুল শার্ট ও ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৯৫৩৪৯২৮২১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার বাবা শামীম আহমদ। ছামির মাহমুদ/এসএস/পিআর
Advertisement