দেশজুড়ে

বরিশাল বিভাগে একদিনে করোনা-উপসর্গে ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৫৫৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় ও ১১ জন উপসর্গে মারা গেছেন। একইসময় বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ৫৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৩২ শতাংশ।

Advertisement

বুধবার (১৪ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন তিনজন। একইসময় ১০০ শয্যাবিশিষ্ট বরগুনা সদর হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।

এছাড়া বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে করোনা রোগী মারা গেছেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ৩২২টি নমুনা পরীক্ষায় ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৩২।

এদিকে ছয় জেলার মধ্যে ঝালকাঠিতে শনাক্তের হার সর্বোচ্চ। এখানে শনাক্তের হার ৪৮ দশমিক ৪৭ শতাংশ। এ জেলায় ২৬২ নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়। বরিশাল জেলায় ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৪৪ শতাংশ।

আর পিরোজপুরের ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ১১ শতাংশ। পটুয়াখালী জেলায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া বরগুনায় ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া ভোলায় ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫০ শতাংশ।

Advertisement

সাইফ আমীন/এসএমএম/এমএস