ঈদুল আজহা উপলক্ষে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে ২৩ দিন বন্ধ থাকার পর ১৫ জুলাই থেকে সারাদেশে ট্রেন ও লঞ্চসহ শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। এ কারণে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলো চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে। লঞ্চগুলো ধোয়ামোছায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি লঞ্চের নিয়মিত সার্ভিসিং কাজও করতে দেখা গেছে।
Advertisement
বুধবার (১৪ জুলাই) সকালে পটুয়াখালী লঞ্চঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
লঞ্চঘাট সূত্রে জানা যায়, ১৫ জুলাই ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে তিনটি ডবলডেকার লঞ্চ ছেড়ে আসবে। এগুলো হলো- এম ভি সুন্দরবন-১৪, এম ভি প্রিন্স আওলাদ ও এম ভি ছত্তার খান।
এছাড়া পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে চারটি ডবলডেকার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে। এগুলো হলো- এম ভি কুয়াকাটা-১, এম ভি প্রিন্স কামাল-১, এম ভি কাজল-৭ ও প্রিন্স অব রাসেল-৪।
Advertisement
পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, লঞ্চঘাটে এবং লঞ্চগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আইন অমান্য করলে লঞ্চ মালিক এবং শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা শাস্তিমূলক নেয়া হবে। সে ক্ষেত্রে অভিযুক্ত লঞ্চের রুট পারমিটও বাতিল হতে পারে।
এসজে/এমএস