আইন-আদালত

করোনায় মারা গেছেন আইনজীবী কানিজ রেহনুমা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নেত্রী কানিজ রেহনুমা ভাষা। বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

তার মৃত্যুর খবরটি জাগো নিউকে নিশ্চিত করেছেন ঢাকাস্থ সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র। তিনি বলেন, কানিজ রেহনুমা ভাষা বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানা রব্বানীর কন্যা। কানিজ রেহনুমার স্বামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এদিকে আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

অন্যদিকে কানিজ রেহনুমা ভাষার মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তিনি লিখেছেন, ‘কীভাবে কী লিখব, কী বলব কিছুই বুঝছি না। এইতো কয়দিন আগে আমাকে কী সুন্দর একটা ম্যাসেজ করল, ওর কে একজন আমাদের সঙ্গে দেখা করবে, আর আমাদের যদি কিছু লাগে, সময় চাইছিল, আমি উত্তর দিতে পারিনি তোমাকে বোন। ভেবেছিলাম কয়েকটা দিন গেলে উত্তর দেব। আজকে কী শুনলাম জানি না। তুমি নেই আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন কোনো কিছুতে মাথা কাজ করে না। তাই ভাবতেও পারছি না।’

Advertisement

ভাষা, কী বলব তোমাকে জানি না, তুমি কী ভালো থাকবে একা একা? আল্লাহ এ পৃথিবী বাস যোগ্য করে দাও মানবকুলের জন্য, আমাদের না বুঝা পাপের প্রায়শ্চিত্ত অনেক তো হলো, আর কত? মৃত্যুর বোঝা ভারি হতে হতে আর বহনযোগ্য হচ্ছে না। স্বাভাবিক মৃত্যুই মানতে পারি না।’

এফএইচ/এমএসএম/জেএইচ/এএসএম