করোনা পরিস্থিতিতে মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য পটুয়াখালীতে কয়েকটি ভ্রাম্যমাণ ভ্যানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জাতের মিঠাপানির মাছ। এসব ভ্যানে ফোন করলেই বাড়িতে পৌঁছে দেয়া হবে পছন্দের মাছটি।
Advertisement
জেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার (১৪ জুলাই) থেকে এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। প্রতিদিন পৌর শহরের মধ্যে ছয়টি ভ্যানে ও ১৩টি ইউনিয়নের প্রতিটিতে দুটি করে ভ্যান গাড়ির মাধ্যমে মাছ বিক্রি কার্যক্রম চলবে।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, ‘মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে যাতে মাছ কিনতে কাউকে বাজারে যেতে না হয় সে কারণে এই ভ্রাম্যমাণ মাছ বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন লাভবান হবেন, তেমনি মাছ চাষিরাও তাদের উৎপাদিত মাছ ন্যায্য দামে বিক্রি করতে পারবেন।’
পটুয়াখালী সদর উপজেলার ক্ষেত্র সহকারী সোহেল মাহমুদ জানান, মাছ ব্যবসায়ীরা ভ্যানগাড়িযোগে পটুয়াখালীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করবেন। তাদের ভ্যানে থাকা মোবাইল নম্বরে ফোন করলে তারা বাড়িতে মাছ নিয়ে হাজির হবেন।
Advertisement
এসজে/এএসএম