ক্যাম্পাস

রাবিতে বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভ নির্মাণের জোরালো দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) ও নাট্যসংগঠন তীর্থক। বুধবার রুডা ও তীর্থক-এর যৌথ আয়োজনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।এসময় সমাবেশে বক্তব্য দেন রাবি ছাত্র উপদেষ্টা ও রুডার উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. ছাদেকুল আরোফিন মাতিন, তীর্থক নাট্য সংগঠনের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর ও রুডা সভাপতি মো. সিহাবুদ্দিন সিহাব।এর আগে, দুপুর সাড়ে ১২টায় ‘জাগো, জাগো গো ভাগিনী জাগো’ স্লোগানে নারী মুক্তির আহ্বানে শোভাযাত্রা বের করে সংগঠন দুটি। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেয়েদের আবাসিক রোকেয়া হলের তার (বেগম রোকেয়া) প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় রুডার প্রযোজনায় নাটক ‘বৌ’ প্রদর্শন করা হয়।রাশেদ রিন্টু/বিএ

Advertisement