খেলাধুলা

হ্যান্ডবলে টানা ২০ আসরে চ্যাম্পিয়ন বিজিবি

এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবলের শিরোপা অক্ষুন্ন রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩৫-২৯ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে টানা ২০তম শিরোপা জিতেছে বিজিবি।চ্যাম্পিয়ন দলের ইমদাদুল হক প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আনসার ৩৬-২৬ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে।ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া।উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা, সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হাসানউল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কমিটির সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন এবং কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সহকারী সম্পাদক সেলিম মিয়া।আইএইচএস/বিএ

Advertisement