বরিশাল নগরীর সিঅ্যান্ডবি কাজীপাড়া রোডের পাবলিক হেলথ্ অফিস সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।আটককৃত যুবকরা হচ্ছেন ওই এলাকার মৃত আ. হালিম হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (৩২) ও ২৯ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের মো. ছাত্তার সিকদারের ছেলে তপু সিকদার (২০)।মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. আবু সাঈদ জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।সাইফ আমীন/বিএ
Advertisement