বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯২।
Advertisement
এর মধ্যে ৩৩৮ জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে জেলায় মৃত্যু হওয়া দুই জনই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এ অবস্থায় প্রাণঘাতী এই ভাইরাস থেকে সিটি কর্পোরেশন এলাকার জনগণের সুরক্ষার জন্য টিকাদান কেন্দ্র ৩টি থেকে বাড়িয়ে ৬টি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর নগরীর আরও নতুন দুইটি কেন্দ্রে এক সঙ্গে টিকা দান কর্মসূচি শুরু হয়। এখন থেকে নগরবাসী নগরীর ৬টি কেন্দ্রে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া করোনা মহামারি থেকে রক্ষা পেতে টিকার বিকলল্প নেই। টিকা শুধু ওই টিকা গ্রহণকারী ব্যক্তিকেই নয়, তার আশপাশে থাকা অন্যদেরও স্বাস্থ্য সুরক্ষা দেয়।
Advertisement
সবাইকে অনুরোধ করব নিবন্ধন করে যথাসময় কেন্দ্রে এসে টিকাগ্রহণ করে নিরাপদ থাকতে ও অন্যকে নিরাপদ রাখতে। তিনি আরও বলেন, নগরীর সংক্রমণের হার লাগাম টানতে নগরীর ৩০টি ওয়ার্ডেই টিকাপ্রদান কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যাপ্ত টিকার ডোজ পেলে ঈদের পর নগরীর বাকি ২৬ ওয়ার্ডেও টিকাপ্রদান কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. তৈয়বুর রহমান এবং সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ফয়সাল হাজবুন জানান, নগরীর আমানগতগঞ্জ হোলিং বেরী রেড ক্রিসেন্ট হাসপাতাল, নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়া নগর মাতৃসদন কেন্দ্র, নগরীর কালীজিরা বেসরকারি সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল, নগরীর সদর রোডের বিসিসির এনক্স ভবন এবং নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই টিকাপ্রদান কার্যক্রম শুরু হয়েছে।
বরিশাল সিটি এলাকার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে ১৩ হাজার ২০০ ডোজ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা পাঠানো হয়েছে। ওই টিকা নগরীর ৬টি কেন্দ্রে দেয়া হচ্ছে।
Advertisement
এদিকে উদ্বোধনের কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর ১টার দিকে কেন্দ্রগুলোর সামনে মানুষের দীর্ঘলাইন দেখা গেছে।
সাইফ আমীন/এমআরএম/এমএস