দেশজুড়ে

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন : ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় আদালতের নির্দেশে তিনদিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।

এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে শার্শা উপজেলার জিরানগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধে হত্যার ঘটনার অভিযোগ ওঠে।

নিহত জসিম উদ্দিন জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলীর ছোট ছেলে।

Advertisement

এ ঘটনায় নিহতের বোন সুমি খাতুন বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১১ জুলাই) বিকেলে নিহতের বড় ভাই, ভাবি ও তাদের মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে স্ত্রী ও মেয়েকে ছেড়ে দিয়ে বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। সেখানে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা থানার ওসি বদরুল আলম খান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

জামাল হোসেন/এসআর/জিকেএস

Advertisement