খেলাধুলা

রানে ফিরে তৃপ্ত গেইল

ঘোষণা দিয়েই এবার ঢাকায় পা রেখেছিলেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। কিন্তু প্রথম দুই ম্যাচে নিজের নামের উপর সুবিচার করতে পারেননি। তবে খোলস ছেড়ে বুধবার চিটাগাং ভাইকিংস বোলারদের গলির বোলার বানিয়ে দিলেন এই ব্যাটিং তাণ্ডব। আর দুঃসময় ছেড়ে রানে ফিরতে পেরে দারুণ তৃপ্ত এই ভয়ংকর সুন্দর ব্যাটসম্যান।এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেইল বলেন, “রানের মাঝে ফেরা খুব তৃপ্তিদায়ক। সবাই খুব ভালো ক্রিকেট খেলেছে। আমি আগের দুই ম্যাচে রান করতে পারিনি। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো উইকেট ছিল। বল ব্যাটে আসছিল। তেমন স্পিন করেনি। আমাদের পরবর্তী ম্যাচের জন্য তৈরি হতে হবে।”মাত্র ৪৭ বল খেলে করেছেন ৯২ রানের অপরাজিত ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৯টি। শেষ ওভারে শ্রীলংকান জীবন মেন্ডিসের উপর একটু বেশি নির্দয় হয়েছেন দানব ব্যাটসম্যান। পাঁচ বল মোকাবেলা করে চারটি চক্কা মেরেছেন তিনি। তাই ম্যাচে শেষে তার ক্যারিবিয়ান সতীর্থ তাকে উদ্দেশ্য করে বলেছেন, সিংহ জেগে উঠেছে।বৃহস্পতিবার একই মাঠে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে গেইলের দল বরিশাল বুলস।আরটি/বিএ

Advertisement