জাতীয়

ডিজিটাল হাট উদ্বোধনের ৩ মিনিটে গরু কিনলেন প্রতিমন্ত্রী পলক

কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘দেশব্যাপী ডিজিটাল হাট’ থেকে মাত্র ৩ মিনিট ৭ সেকেন্ডে গরু কিনেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Advertisement

মঙ্গলবার (১৩ জুলাই) কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘দেশব্যাপী ডিজিটাল হাট’ ভার্চুয়ালি এ হাটের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।

উদ্বোধনের পর ৩ মিনিট ৭ সেকেন্ডে অনলাইনে গরুটি কিনেন জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার দুপুর ১২টা ৪২ মিনিটে তিনি কোরবানির পশুটি ক্রয় করেন। ৭০ হাজার টাকায় কেনা দেশি সাদা কালো মিশ্রনের এ ষাড়টি তিনি দান করেছেন একটি সেবামূলক প্রতিষ্ঠানকে।

আইএইচআর/এএএইচ/জিকেএস

Advertisement