গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।
Advertisement
মঙ্গলবার (১৩ জুলাই) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ১৯২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর সদরে ১১৪ জন, সদরপুরে ৩০ জন, মধুখালীতে ২২ জন, ভাঙ্গায় ৯ জন, নগরকান্দায় পাঁচজন, চরভদ্রাসনে তিনজন, সালথায় দুইজন ও আলফাডাঙ্গায় দুইজন রয়েছেন।
ডা. মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে হাসপাতালে ৩৯০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৭৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১১ জন।
Advertisement
জেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৯৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৭৬ জন।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস