অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় রাজধানীর গুলশানে পাঁচটি ফার্মেসিকে পৌনে নয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার গুলশান-২ গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো সাফাবি ফার্মেসি, ব্রিট ফার্মেসি, আল আমিন ফার্মেসি, ফার্মেসি ২৪ ও ইউনাইটেড ফার্মেসি।র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, ফার্মেসিগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি ছাড়া নানা ধরনের ওষুধ বিক্রি করছিল।একারণে সাফাবি ফার্মেসিকে তিন লাখ, ব্রিট ফার্মেসিকে এক লাখ, ফার্মেসি ২৪-কে তিন লাখ, আল আমিন ফার্মেসিকে এক লাখ ও ইউনাইডেট ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।এআর/বিএ
Advertisement