মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের মধ্যআলেপুর গ্রামের কৃষক মোশাররফ ঢালী। দুই বছর এক মাস আগে তার খামারে জন্ম হয় একটি ষাঁড় গরুর। আদর করে এর নাম রাখেন ‘সম্রাট বাবু’। লম্বায় ৯ ফুট ও উচ্চতায় ৬ ফুট।
Advertisement
৩০ মণ ওজনের বড় এই ষাঁড়টি দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন। মাঝে মধ্যে ক্রেতারাও আসছেন। কৃষক গরুটির দাম হাঁকছেন ১২ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১১ লাখ টাকা।
সম্রাটকে দেখতে আসা উপজেলার রহমত তালুকদার বলেন, ‘সম্রাট বাবু নামের ষাঁড়টির কথা শুনে রশিদ ঢালীর বাড়িতে এসেছি। আসলেই দেখার মতো। যেমন লম্বা তেমন তার গঠন। অনেক ক্রেতারাই আসছে ষাঁড়টি দেখতে। প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছে।’
কৃষক মোশাররফ ঢালী বলেন, ‘ষাঁড়টি দেখতে সাদা ও কালো রঙের মিশ্রণ। উপজেলা প্রাণি সম্পদ দফতরের পরামর্শে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছি। এখন ষাঁড়টির ওজন হয়েছে প্রায় ৩০ মণ। ষাঁড়টির দাম চাচ্ছি ১২ লাখ টাকা। আলোচনা সাপেক্ষে কিছুটা কম টাকায় বিক্রি করতে পারি।’
Advertisement
এ কে এম নাসিরুল হক/এসজে/এমকেএইচ