নোয়াখালীতে গত কয়েকদিন করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ৬২ শতাংশ। এদিন ৬৫৬ জনের পরীক্ষা করে ২১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
Advertisement
সোমবার (১২ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৯৩৬ জন। মোট শনাক্তের হার ১২ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তিনি সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৫৯ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন শনাক্ত ২১৪ জনের মধ্যে, নোয়াখালী সদরের ৬৬ জন, সূবর্ণচরের আটজন, হাতিয়ার দুইজন, বেগমগঞ্জের ৩৪ জন, চাটখিলের ৩৩ জন, সেনবাগের নয়জন, কোম্পানীগঞ্জের ৩৫ জন ও কবিরহাটের ২৭ জন।
Advertisement
এদিকে নতুন ৮১ জনসহ জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা আট হাজার ৫১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৪ শতাংশ।
এছাড়া জেলায় বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৭২৬ জন। এরমধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৭১ জন ও আইসোলেশনে আছেন ছয়জন।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ
Advertisement