জনসংখ্যার ভিত্তিতে দেশে প্রতি ১০ লাখে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ১২০ জন। একই সঙ্গে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ হাজার ২১২ জন এবং মৃত রোগী ৯৮ জনেরও বেশি।
Advertisement
বাংলাদেশ ভাইটাল স্যাম্পল স্ট্যাটিসটিকস-২০২০ অনুসারে বাংলাদেশে প্রাক্কলিত জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার জন। এ জনসংখ্যার ভিত্তিতে দেশে করোনার নমুনা পরীক্ষায় শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হার কত তা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ (১১ জুলাই) পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৬১ শতাংশ।
Advertisement
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন সাত হাজার ২০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৮১ হাজার ৫২১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ।
এমইউ/এআরএ/এমএস
Advertisement