জাতীয়

মানবাধিকার সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় সন্নিবেশিত সারাবিশ্বের সকল মানুষের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় মানবাধিকার সমুন্নত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনে চলবে।শেখ হাসিনা বলেন, তার সরকার বিগত সাত বছরে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়েছে।তিনি বলেন, আমাদের ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ অর্জনে আমরা দারিদ্র্য, ক্ষুধারোগ এবং নিরক্ষরতা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।নারী ও শিশুর বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা এমন একটি সমাজ নির্মাণ করতে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যিকার অর্থে নিরাপদ থাকবে। তিনি বলেন, আমাদের সরকার স্বাধীনতার রক্ষক এবং আমাদের গণমাধ্যম ও সুশীল সমাজ পূর্ণ বাক স্বাধীনতা ভোগ করছে।প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের সমর্থনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, একই চেতনায় আমরা বিশ্বের যেখানেই যেউ বসবাস করুক না কেন, তাদের শান্তি, ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার অব্যাহত সমর্থনে এই মানবাধিকার দিবসে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।এএসএস/একে/এমএস

Advertisement