আইন-আদালত

রাণীশংকৈল পৌরসভার নির্বাচন হাইকোর্টে স্থগিত

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বে-আইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন মাহমুদ দীপা।সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম চলতি সপ্তাহে এই রিট আবেদন করেন বলে জানান তার আইনজীবী। ওই রিট আবেদনের ওপর গতকাল মঙ্গলবার ও আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হয়।এফএইচ/এসকেডি/এমএস

Advertisement