বিপিএলে তৃতীয় আসরে নিজেদের শেষ ইনিংসটা খেলে ফেললো চিটাগাং ভাইকিংস। লিগ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হলো বরিশাল বুলসের। টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের সামনে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে চিটাগাং। টস জিতে বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চিটাগাং অধিনায়ক তিলকারত্নে দিলশানকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ইনজুরির কারণে দলের শেষ ম্যাচে খেলতে পারলেন না তামিম ইকবাল। তার পরিবর্তে দিলশানেই নেতৃত্ব দেন চিটাগাংকে। আবার এই ম্যাচে খেলানো হলো না পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে।তামিমের অনুপস্থিতিতে দিলশানের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন এনামুল হক বিজয়। দুই ওপেনার মিলে ভালোই সূচনা এনে দেন চিটাগাংকে। ৫.৫ ওভারে ৫২ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। ২২ বলে ২৮ রান করে আউট হন দিলশান। এর একটু পরই আউট হয়ে যান এনামুল হক বিজয়। তার সংগ্রহও ২৮ রান। তবে তিনি বল খেলেছেন ১৮টি। ২৫ রান করেছেন উমর আকমল। ৩০ বলে ১টি চার আর ১টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া আসিফ আহমেদ ১৭ এবং ইয়াসির আলি করেন ১১ রান করে। ফলে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করেন চিটাগাং ভাইকিংস।বরিশাল বুলসের বোলার মোহাম্মদ সামি এবং কেভিন কুপার নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন আল আমিন, সোহাগ গাজী এবং মাহমুদুল্লাহ রিয়াদ।প্রসঙ্গত, চিটাগাং ভাইকিংস সবার আগেই বিপিএল থেবে বিদায় নিশ্চিত করেছে। অপরদিকে, আগেই শেষ চার নিশ্চিত করেছে বরিশাল বুলস।আইএইচএস/এমএস
Advertisement