দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমকে) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা যান।

Advertisement

সোমবার (১২ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মুস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর জেলার সদর উপজেলার লুতফুন্নেসা বেগম (৬০), নারায়নপুরের আবুল মোতালেব (৬৪), নালিতাবাড়ির রোকসানা বেগম (২৩), জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬৫)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার জলিল মিয়া (৪৬), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নুর বানু (৬০), সিরাজুল ইসলাম (৯০), ভালুকার বিল্লাহ হোসেন (৫৬), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), জামালপুর সদর উপজেলার আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) ও নেত্রকোনার আব্দুর রহমান (৫০)।

Advertisement

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউতে ২১ জনসহ করোনা ইউনিটে মোট ৪১৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়েছেন ৯১ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ।’

মঞ্জুরুল ইসলাম/এসজে/এএসএম

Advertisement