কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মাদকদ্রব্যসহ প্রায় এক কোটি টাকার মালামাল আটক করা হয়েছে। বুধবার ভারতের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এসব মাদকদ্রব্য ও মালামাল আটক করে। দুপুরে এসব মাদকদ্রব্য ও মালামাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে দুপুরে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে বিজিবি’র পৃথক দল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও চৌয়ারা এলাকায় অভিযান চালায়। এসময় ৭৮০টি উন্নতমানের ভারতীয় শাড়ি বোঝাই একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আটক করা হয়। এছাড়া জেলার ভারত সীমান্তবর্তী একাধিক স্থানে অভিযান চালিয়ে ২০৮ বোতল হুইস্কি, ৭ বোতল বিয়ার, সাড়ে ৬ কেজি গাঁজা, একটি কাভার্ডভ্যান, কাভার্ড ভ্যানের ৩টি অতিরিক্ত চাকাসহ বিভিন্ন মালামাল আটক করে বিজিবি। ১০ বিজিবি’র লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আটক মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ৯৭ লাখ ৪৯ হাজার ৫৯০ টাকা এবং মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে দুপুরে জমা করা হয়েছে।কামাল উদ্দিন/এমএএস/এমএস
Advertisement