রায়হান তারেক
Advertisement
চৈতালী বাতাসে রাতের নক্ষত্র হয়েতুমি ফিরে এসো আমার ভুবনেবর্ষায় বৃষ্টি হয়ে ঝরে পড়মমতার টানে; স্নেহের মোহেআকাশের ওই নীল সীমানায়-আবেগের তাড়ন, বিশুদ্ধ বিরচনেফিরে এসো আমার অবুঝের টানে!
তুমি ফিরবে না, জীবন জোয়ারের টানেঅশ্রুভেজা চোখে আর তাকাবে নাবলবে না, ‘বাবা আজ অফিস থেকে ফিরতে এত দেরী কেন?’
দুপুর রোদে মরীচিকা ভেবেনির্জনে চপল পায়ে হেঁটে যাবে হয়তো বাতেপান্তরে মমতায়, স্নেহে সঙ্গী হয়ে আসবে না তুমি।
Advertisement
ধ্রুপদী ডাকে ফিরে যাবে অবিনশ্বর ভুবনেভাবিনি কখনো কিংবা ভাবনাভ্রম ছিলামতোমার অনুপস্থিতির বিষণ্ন বেদনার ভয়ে।তারপরও সত্যিই চলে গেলে সেই ধ্রুপদী ডাকেআমাকে একা করেতোমার অপূরণীয় শূন্যতায় প্রতিক্ষণ কাটেতোমার উপস্থিতির কাল্পনিক জগতেমাগো, জানি না কেমন আছ?ভালো থেক মা।
মহাকালে মহাক্ষণে হয়তো বা দেখা হবে।
এসইউ/এমএস
Advertisement